Kolkata

রাজ্যে দৈনিক মৃত্যু কমলেও বাড়ল সংক্রমণ

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ এদিনও কিছুটা বাড়ল। কিন্তু দৈনিক মৃত্যু আগের দিনের থেকে কম হয়েছে। কোনও জেলাতেই ২ অঙ্কে নেই মৃত্যু।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণা কার্যকরী ভূমিকা যে নিয়েছে তা সংক্রমণ হ্রাস থেকেই স্পষ্ট। তবে গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত তার আগের দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯২৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৭ হাজার ৩৬৩ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৪ হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৫৮৯টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিনও কমার পর রাজ্যেও মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩৭৮ জন।


এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের। গত দিনের তুলনায় এদিন ৯ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৭৫ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৩৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।


শুধু কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন রাজ্যের কোনও জেলাতেই ২ অঙ্কে নেই মৃত্যু।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে দার্জিলিংয়ে ৬ জন, হুগলিতে ৩ জন, নদিয়ায় ৩ জন, হাওড়ায় ৩ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন জলপাইগুড়ি, বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৭ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৪৭ হাজার ৫১০ জন। সুস্থতার হার এদিন সামান্য বেড়ে ৯৭.৩২ শতাংশে দাঁড়িয়েছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button