
কলকাতার লেক অ্যাভিনিউয়ের একটি বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। মৃতের নাম যোগেশ মণ্ডল। তিনি বাড়ির কেয়ারটেকার হিসাবে কাজ করতেন। তারই দেখভালে ছিল গীতাভবন নামে ওই বাড়িটি। কারণ বাড়ির বাসিন্দারা বেশ কয়েকদিন ধরেই এখানে ছিলেন না। শুক্রবার বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে টালিগঞ্জ থানায় খবর দেন প্রতিবেশিরা। পুলিশ এসে বাড়িতে ঢুকে যোগেশের দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, মৃতের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে।