Kolkata

স্বস্তি আরও বাড়ল, কমল রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আরও কমল। এদিন দৈনিক মৃত্যুও কমেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। রাজ্যে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১৮ শতাংশে।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণার চতুর্থ দফা চলছে। এই কড়া বিধিনিষেধের নির্দেশ যে কার্যকরী ভূমিকা নিয়েছে তা প্রায় সকলেই মেনে নিচ্ছেন। দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন গত দিনের চেয়েও নেমেছে।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জনে।


এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় ৫০০-র মত কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫২ হাজার ২২৪টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে। এদিনও কমার পর রাজ্যেও মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২০ জনের। গত দিনের তুলনায় এদিন ১ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯৯ জনে।


গত একদিনে রাজ্যে করোনায় যে ২০ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এদিন রাজ্যের কোনও জেলাতেই ২ অঙ্কে নেই মৃত্যু।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে নদিয়ায় ৩ জন, দার্জিলিংয়ে ২ জন ও হাওড়ায় ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৭৭ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬৮ হাজার ৮১৫ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৫৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button