Kolkata

কমল না রাজ্যে দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ না বাড়লেও কমল না। সেই ১ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে রইল সংখ্যাটা। এদিন দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণার চতুর্থ দফা চলছে। এই কড়া বিধিনিষেধের নির্দেশ যে কার্যকরী ভূমিকা নিয়েছে তা প্রায় সকলেই মেনে নিচ্ছেন। দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন অবশ্য গত দিনের মতই রয়ে গেছে। ১ হাজারের দরজায় থমকে রয়েছে সংখ্যাটা।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ৯৯০ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১০ হাজার ২০৮ জনে। এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় দেড় হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫১ হাজার ৩৬৫টি।


রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯০ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। গত দিনের তুলনায় এদিন ২ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮৬ জনে।


কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এদিন সব মিলিয়ে রাজ্যের ৯টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন, নদিয়ায় ৩ জন, দার্জিলিংয়ে ২ জন, জলপাইগুড়িতে ২ জন, বাঁকুড়ায় ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন ও হুগলিতে ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪২৪ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭৬ হাজার ৬৩২ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৭৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button