
বাগুইআটিতে একটি নির্মাণকারী সংস্থার কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অভিজিৎ দাস, অনুপ সিংহরায়, বাপন ও প্রশান্ত সামন্ত। তাদের বিরুদ্ধে ৬০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ রয়েছে। অন্য একটি ঘটনায় একই অভিযোগে গ্রেফতার হয়েছে ২ জন। রাজারহাট এলাকার একটি নির্মাণকারী সংস্থার কাছ থেকে ৭ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, ধৃত রাজু কুণ্ডু ও সন্দীপ সরকার স্থানীয় ক্লাবেরই সদস্য। অভিযোগ নির্মাণকারী সংস্থা তোলার টাকা না দেওয়ায় এদিন তারা শ্রমিকদের ওপর চড়াও হয়। বন্ধ করে দেয় কাজ। এদিকে এই ঘটনায় স্থানীয় ক্লাবের সম্পাদককেও খুঁজছে পুলিশ।