রেকর্ড পাশ উচ্চমাধ্যমিকে, রেকর্ড নম্বরে প্রথম মুর্শিদাবাদের মেয়ে
মাধ্যমিকের মত ১০০ শতাংশ না হলেও রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী এবার পাশ করল উচ্চমাধ্যমিকে। যা ইতিহাস গড়ল। ইতিহাস তৈরি করেছে উচ্চমাধ্যমিকের সর্বোচ্চ নম্বরও।
করোনার জন্য মাধ্যমিকের মতই এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষাও হয়নি। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতেই নম্বর পেয়েছে ছাত্রছাত্রীরা।
মাধ্যমিকে ১০০ শতাংশই পাশ করেছে। উচ্চমাধ্যমিকেও তাই হয় কিনা সেদিকে নজর ছিল সকলের। তা অবশ্য হয়নি। এবার উচ্চমাধ্যমিকে পাশ করল ৯৭.৭ শতাংশ ছাত্রছাত্রী। যা এখনও পর্যন্ত রেকর্ড।
এত ছাত্রছাত্রী এর আগে কখনও উচ্চমাধ্যমিকে পাশ করেনি। এবার উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পাশ করেছে ৭ লক্ষ ৯৯ হাজার ৮৮ জন।
এবার বিজ্ঞান বিভাগেই পাশের সংখ্যা সবচেয়ে বেশি। ৯৯.২৮ শতাংশ ছাত্রছাত্রী এই বিভাগে পাশ করেছে। এবার উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বরও রেকর্ড গড়েছে।
৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে প্রথম স্থানাধিকারী। মুর্শিদাবাদের মেয়ে রুমানা সুলতানা এই নম্বর পেয়েছে। যা সর্বকালের সেরা নম্বর হল উচ্চমাধ্যমিকে।
ইতিহাস তৈরি হলেও সর্বসাকুল্যে উচ্চমাধ্যমিকের ফলাফল কিন্তু ভাল হয়নি। ও গ্রেড বা ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশ নম্বরের মধ্যে জায়গা পেয়েছে ৯ হাজার ১৩ জন ছাত্রছাত্রী। গতবারে যে সংখ্যাটা ছিল ৩০ হাজারের ওপর।
৮০ থেকে ৮৯ শতাংশ পাওয়া ছাত্রছাত্রীরা পড়ছে এ প্লাস গ্রেডে। তাদের সংখ্যাও গতবারের চেয়ে কম হয়েছে। প্রায় অর্ধেক হয়ে গেছে সংখ্যাটা।
ফলে ৮০ থেকে ১০০ শতাংশ নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা এবার উল্লেখযোগ্যভাবে কমেছে। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস পরীক্ষার ফল ঘোষণা করেন।