
ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে এক স্কুল ছাত্রকে চলন্ত বাস থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস ৪ নং ব্রিজের কাছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেবি ২১ রুটের বাসটি তখন চলন্ত অবস্থায় ছিল। আচমকাই তাঁরা দেখেন এক স্কুল ছাত্র স্কুলের পোশাক পরে ছিটকে পড়ল বাস থেকে। তখনই পিছন দিক থেকে আসছিল একটি অটো। ওই স্কুল ছাত্র সপাটে ধাক্কা খায় অটোতে। বেগতিক বুঝে অটো চালক চম্পট দেয়। রাস্তার ওপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই বালক। দ্রুত তাকে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রটির অবস্থা আশঙ্কাজনক। এদিকে ওই ছাত্রের এক বন্ধু জানিয়েছে, কেবি ২১ বাসের কন্ডাক্টরই ছাত্রটিকে ধাক্কা মারে। ধাক্কায় বাস থেকে ছিটকে পড়ে সে। পুলিশ অভিযুক্ত কন্ডাক্টরের খোঁজ শুরু করেছে।