Kolkata

রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ, রাতের নিষেধাজ্ঞা বহাল

রাজ্যে করোনা রুখতে যে বিধিনিষেধ রাজ্যসরকার গত ১৬ মে থেকে লাগু করেছিল তা আরও বাড়ল। নিয়মে সামান্যই এদিকওদিক হয়েছে।

রাজ্যে করোনার সংক্রমণে লাগাম দিতে গত ১৬ মে থেকে পশ্চিমবঙ্গে জারি হয় কড়া বিধিনিষেধ। সেই বিধিনিষেধ ১৫ দিন করে বলবত রাখার পর ফের তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয় রাজ্যসরকার। তাতে প্রথমের কড়াকড়ি এখন অনেকটাই শিথিল হয়েছে। তবে বিধিনিষেধ রয়েছে।

গত ১৬ জুলাই থেকে থাকা কড়া বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে শনিবার। প্রশ্ন ছিল তাহলে রবিবার থেকে কী হবে? বিধিনিষেধ কি তুলে নিচ্ছে সরকার? লোকাল ট্রেন কি চালু হবে?


এমন নানা প্রশ্নের জবাব পরিস্কার করে দিল নবান্ন। বিধিনিষেধের মেয়াদ ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

নবান্নের তরফে এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বিধিনিষেধে কোনও পরিবর্তন তেমন হচ্ছেনা। তবে সরকারি অনুষ্ঠানে একটু ছাড় মিলেছে। ৩১ জুলাই থেকে সরকারি অনুষ্ঠান ৫০ শতাংশ মানুষ নিয়ে করা যাবে। তবে তা কোনও খোলা জায়গায় করা যাবে না। করতে হবে ইন্ডোরে।


এদিকে সবচেয়ে বড় যে প্রশ্ন ছিল তা ছিল লোকাল ট্রেন চালু হচ্ছে কিনা। সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনও উল্লেখ নেই। কোনও উল্লেখ না থাকা মানে আগের নিয়মই বলবত থাকছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত লোকাল ট্রেন চালু হচ্ছেনা।

এদিকে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত মানুষজনের রাস্তায় জরুরি পরিস্থিতি ছাড়া বার হওয়ার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তাও বলবত থাকছে। ওই সময় জরুরি কারণ ছাড়া রাস্তায় বার হওয়া যাবেনা।

Show Full Article
Back to top button