Kolkata

স্বস্তি বাড়িয়ে রাজ্যে মৃত্যু নামল ৫-এ, কমল দৈনিক সংক্রমণও

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের চেয়ে কিছুটা কমল। এদিকে একদিনে মৃতের সংখ্যাও গতদিনের তুলনায় অনেকটা কমেছে। দাঁড়িয়েছে ৫-এ।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন সামান্য কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭১১ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ২৫০ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে হাজার আড়াই কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ২০৯টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৭১ জন।


এদিন রাজ্যে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ১ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু নেই। জলপাইগুড়িতে মারা গেছেন ২ জন।


এদিন সব মিলিয়ে রাজ্যের ৪টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮৩৫ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৭ হাজার ৯৫১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.০৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button