জলের তলায় কলকাতা, আরও বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টির পূর্বাভাস ছিল সকালেই। সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। প্রবল বৃষ্টি নামে দুপুরে। বিকেল পর্যন্ত চলা সেই বৃষ্টিতে কলকাতার জলছবি প্রকট হয়েছে।
বৃষ্টির পূর্বাভাস ছিল কলকাতা সহ ৭ জেলায়। এদিন বেলা যত গড়িয়েছে এই সব জেলাতেই বৃষ্টি হয়েছে। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির দাপট ছিল প্রবল।
সকাল থেকেই আকাশে ছিল কালো মেঘের ঘনঘটা। দিন যত গড়ায় ততই ক্রমে সেই মেঘ থেকে নামে বৃষ্টি। সকালের দিকে বৃষ্টির দাপট তেমন না থাকলেও দুপুর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টি চলতেই থাকে।
ফলে ক্রমে বিভিন্ন এলাকা জলমগ্ন হতে শুরু করে। জলের তলায় চলে যায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ। ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে যায়।
জল দাঁড়ায় বেলেঘাটার বিভিন্ন জায়গায়। দক্ষিণ কলকাতার বকুল বাগান থেকে ঢাকুরিয়া, বিভিন্ন জায়গায় জলছবি নজর কেড়েছে। বিপাকে পড়েন সাধারণ মানুষ।
বুধবার কাজের দিন। সকাল থেকেই বহু মানুষ রাস্তায়। অফিস যাওয়ার জন্য যথেষ্ট ভিড় ছিল। বৃষ্টির জেরে তাঁরা সমস্যায় পড়েন।
তার চেয়েই বেশি চিন্তার কারণ হয় দুপুরের প্রবল বর্ষণ। কারণ বাড়ি ফেরার সময় তাঁদের যে জল যন্ত্রণার মুখে পড়তে হবে তা ভেবে অনেকেই একটু আগেভাগে অফিস সেরে বেরিয়ে পড়ার চেষ্টা করেন।
কলকাতা বানভাসি চেহারা নিয়েছিল গত সপ্তাহেই। ফের এই সপ্তাহে এদিনের বৃষ্টিতে প্লাবিত কলকাতার বিভিন্ন এলাকা। এদিকে এর মধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।