
যেসব ছাত্রছাত্রী অভিভাবকদের সঙ্গে বাইক বা স্কুটারে চড়ে স্কুলে আসে তাদের হেলমেট ছাড়া স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এমনই নির্দেশ জারি করতে চলেছে আইসিএসই স্কুলগুলি। সোমবার এমনই জানিয়েছেন আইসিএসই স্কুলগুলির সংগঠনের সম্পাদক। ইতিমধ্যেই শহরের কয়েকটি আইসিএসই স্কুলে এই মর্মে নোটিস পড়ে গিয়েছে। যারমধ্যে রয়েছে সেন্ট্রাল মডার্ন, রামমোহন মিশন স্কুল। অন্যান্য স্কুলগুলিতেও দ্রুত নির্দেশিকা আসতে চলেছে। এরফলে আগামী দিনে স্কুলের ছাত্রছাত্রীদের সুরক্ষা অনেকটাই সুনিশ্চিত হবে। এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। খুশি শিক্ষক শিক্ষিকারাও।