রাজ্যে দৈনিক সংক্রমণ কমল, কমেছে নমুনা পরীক্ষাও
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের তুলনায় আরও কিছুটা কমল। রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু কমেছে। ১১ জনের মৃত্যু হয়েছে একদিনে।
রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের থেকে কিছুটা কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫৫৭ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০ জনে।
এদিন নমুনা পরীক্ষা এক ধাক্কায় আগের দিনের তুলনায় প্রায় ১৬ হাজার কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১৫৩টি।
রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩১২ জন।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। গত দিনের থেকে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৪০ জন।
গত একদিনে রাজ্যে করোনায় যে ১১ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় কারও মৃত্যু নেই। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪ জনের।
এদিন সব মিলিয়ে রাজ্যের ৬টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে মারা গেছেন ২ জন করে ব্যক্তি। ১ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭১৯ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫ হাজার ৮০৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়ে আছে ৯৮.১৪ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা