Kolkata

দূরে বদলির বিরুদ্ধে বিষাক্ত প্রতিবাদ, হাসপাতালে ৫ শিক্ষিকা

এক হাড় হিম করা প্রতিবাদ দেখল গোটা রাজ্য। বিকাশ ভবনের সামনে এদিন প্রতিবাদ করতে গিয়ে বিষ খেলেন ৫ জন শিক্ষিকা।

বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে বিষ পান করলেন ৫ শিক্ষিকা। এক ভয়ংকর ঘটনা চাক্ষুষ করলেন সেখানে উপস্থিত পুলিশ থেকে অন্য মানুষজন।

প্রতিবাদ করায় তাঁদের বাড়ি থেকে বহু দূরে বদলি করা হয়েছে। এমন দাবি করে ৫ শিক্ষিকা এদিন প্রতিবাদ করতে করতে বিকাশ ভবনে প্রবেশের চেষ্টা করেন।


বিকাশ ভবনেই রয়েছে শিক্ষা দফতর। শিক্ষিকারা দরজা পার করার চেষ্টা করলে তাঁদের পথ আটকায় পুলিশ। শিক্ষিকারা উচ্চকণ্ঠে প্রতিবাদ করতে করতে বিকাশ ভবনের দরজার সামনেই প্রতিবাদে শামিল হন।

এই সময় আচমকাই তাঁরা ব্যাগ থেকে শিশি বার করেন। তারপর তা গলায় ঢেলে দেন। বিষ পান করায় তাঁদের মুখ দিয়ে সাদা ফেনার মত বার হতে থাকে। অসুস্থ হয়ে সেখানেই শুয়ে পড়তে থাকেন একের পর এক শিক্ষিকা।


দ্রুত ৫ শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ২ জনকে পাঠানো হয় এনআরএস মেডিক্যালে। বাকি ৩ জনকে আর জি কর হাসপাতালে। এঁদের মধ্যে ২ শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক।

এভাবে বিষ পান করে প্রতিবাদ গোটা দেশজুড়ে হৈচৈ ফেলেছে। ফলতই কোণঠাসা রাজ্যসরকার। কীভাবে সরকারি দফতরের সামনে দাঁড়িয়ে ৫ শিক্ষিকা বিষ পান করলেন? তাঁদের আটকানোর চেষ্টা হয়নি কেন? এসব প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ৫ চুক্তিভিত্তিক শিক্ষিকাই শিশু শিক্ষা কেন্দ্রে পড়ান। তাঁরা শিক্ষক ঐক্য মঞ্চের ব্যানারে এদিন প্রতিবাদে শামিল হন। তাঁদের দাবি ছিল তাঁদের বাড়ি থেকে বহু দূরে বদলি করা হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button