
একটি আবাসনের ৭ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। আপাত দৃষ্টিতে আত্মহত্যা মনে হলেও পুলিশ এখনই আত্মহত্যায় চূড়ান্ত সিলমোহর দিতে রাজি নয়। এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে বেলগাছিয়া রোডে। স্বভাবতই ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, লেকটাউনের আদিনাথ সাহা রোডের বাসিন্দা বছর ৩০-এর জয় মুখোপাধ্যায় একটি সংস্থার বিপণন বিভাগের কর্মী। তাঁর স্ত্রীর দাবি জয়বাবু বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন তিনি অফিস যাওয়ার নাম করে বাড়ি থেকে বার হন। তারপর হাজির হন বেলগাছিয়া রোডের ওই আবাসনে। নিরাপত্তারক্ষীকে জানান তিনি ৬ তলায় একজনের সঙ্গে দেখা করতে যাবেন। তারপর নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে উঠে যায় ৭ তলার ছাদে। কিছুক্ষণ পর ওপর থেকে কিছু পড়ার আওয়াজে ফ্ল্যাটের প্যাসেজে ছুটে আসেন সকলে। দেখা যায় রক্তাক্ত ও মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন জয় মুখোপাধ্যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তি আত্মহত্যাই করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।