কবে থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, সামনে এল বিস্তারিত নির্ঘণ্ট
আগামী বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে কবে থেকে শুরু হবে? চলবেই বা কবে পর্যন্ত? জানিয়ে দিল সংশ্লিষ্ট নিয়ামক প্রতিষ্ঠান।
রাজ্যে আগামী বছর ২০২২ সালের মাধ্যমিক শুরু হবে ৭ মার্চ। ওইদিন সোমবার। পরীক্ষা শুরু হবে প্রতি বছর যেমন হয় তেমনই প্রথম ভাষা দিয়ে।
৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা। এরপর ৯ মার্চ থাকবে ভূগোল পরীক্ষা, ১১ মার্চ ইতিহাস পরীক্ষা, ১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা, ১৪ মার্চ অঙ্ক পরীক্ষা, ১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। ৭ থেকে ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক চলার পর ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। সোমবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।
এবার মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে বেলা পৌনে ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টার বা নিজের স্কুলে হবেনা। তবে নিজের স্কুলেই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। কারণ উচ্চমাধ্যমিক ২০২২ সালে নিজ নিজ স্কুলেই গ্রহণ করা হবে।
করোনাবিধি কী থাকবে তা অবশ্য এখনই পরিস্কার করা হয়নি। এখনও বেশ কয়েক মাস বাকি পরীক্ষার। মাধ্যমিক পরীক্ষা এখনও ৪ মাস বাকি। পরীক্ষার সময় করোনা পরিস্থিতি কী থাকে তার ভিত্তিতে সেই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।