রাজ্যের ৪টি পুরনিগমের ভোটের দিনক্ষণ জানিয়ে দিল কমিশন
কলকাতা পুরসভার ভোট শেষ। এবার রাজ্যের অন্য পুরনিগমগুলির ভোট। তারই ৪টি পুরনিগমের ভোটের দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা পুরসভার ভোট হয়েছে গত ১৯ ডিসেম্বর। সেই ভোটপর্ব মিটতেই প্রশ্ন উঠছিল দীর্ঘদিন ধরে কোভিডের কারণে পিছোতে থাকা অন্য পুরনিগমগুলির ভোট কবে গ্রহণ করা হবে? কারণ এসব জায়গায় দীর্ঘদিন ধরেই পুর বোর্ড তৈরি না হয়ে পড়ে আছে।
সোমবার অবশ্য রাজ্যের ৪টি পুরনিগমের ভোটগ্রহণের কথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এদিন ভোটের দিনক্ষণ ঘোষণা করেন।
তিনি জানান মঙ্গলবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৪ জানুয়ারি। মনোনয়ন জমা দেওয়া যাবে মঙ্গলবার থেকেই।
সৌরভ দাস জানিয়েছেন শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগর পুরনিগমের ভোটগ্রহণ হবে ২২ জানুয়ারি। ভোটের ফল ঘোষণা হবে ২৫ জানুয়ারি।
হাওড়ায় অবশ্য ভোটের কথা ঘোষণা করা হয়নি। হাওড়া নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকায় সেখানে পুরনিগমের ভোট এখনই হচ্ছেনা। তবে হতেও পারে যদি রাজ্যপাল বিলে সই মঙ্গলবারের মধ্যে করে দেন। সেক্ষেত্রে ২২ জানুয়ারিই সেখানে ভোটগ্রহণ হবে।
যে ৪ পুরনিগমের ভোটগ্রহণ ২২ জানুয়ারি হতে চলেছে সেখানে প্রতিটি বুথেই থাকবে সিসিটিভি। ৪ জানুয়ারি রাজ্য নির্বাচন কমিশন ভোট নিয়ে জেলাশাসক ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে।
ফলে কলকাতার ভোট শেষ হতেই আবার ভোটের দামামা বেজে গেল। বছরের শুরুতেই ৪ পুরনিগমের ভোটকে কেন্দ্র করে প্রচারে নামতে চলেছে সব পক্ষ।