Kolkata

একশোয় একশো কলকাতা পুলিশ

২১শে জুলাই শহরের রাস্তা সচল রাখার নির্দেশ আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই কাজে একশোয় একশো পেয়ে উত্তীর্ণ কলকাতা পুলিশ। বাধ ভাঙা ভিড়। কাতারে কাতারে মানুষ। ফলে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিধান সরণী, ডায়মন্ডহারবার রোড, ধর্মতলা, এস এন ব্যানার্জী রোড সহ শহরের বেশ কিছু রাস্তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মানুষের দখলে চলে যায়। এটা প্রত্যাশিতই ছিল। ফলে সেগুলি বন্ধ করে অন্য রাস্তাগুলিকে সচল রাখার চেষ্টায় নেমেছিল কলকাতা পুলিশ। আর সেই কাজে এই জন প্লাবন সামলে যতটা সফল হওয়া যায় ততটাই সফল হয়ে দেখিয়েছে তারা। এমনকি এবার ভিড় সামলাতে তৃণমূল কর্মী-সমর্থকে বোঝাই বহু ধর্মতলামুখী বাস, মাটাডোরকে মাঝপথ থেকেই ফেরত পাঠিয়ে দেয় পুলিশ। ফলে কিছুটা বিফল মনোরথেই কলকাতায় এসেও ধর্মতলায় পৌঁছতে না পারার দুঃখ নিয়ে ফিরে যেতে হয় তাঁদের। তাই ধর্মতলায় যখন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন, তখন বাড়ির পথে ফিরতে হয়েছে কর্মী-সমর্থক বোঝাই বাসগুলোকে। বহু জায়গায় রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের নেমে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকে আবার বাসেই খাওয়া সেরে মাঝ রাস্তা থেকে ফের ধরেছেন বাড়ির পথ। এদিন মঞ্চ থেকে সেকথা জানিয়েছেনও মমতা। তবে ফিরে যেতে হলেও তাঁদের সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button