Kolkata

রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট কবে, ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

রাজ্যের ১০৮টি পুরসভার ভোটের দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে দিন ঘোষণা করেছে কমিশন। এদিন থেকেই শুরু হল মনোনয়নের কাজ।

রাজ্যে ১০৮টি পুরসভার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে নির্বাচন সম্ভব হয়নি এতদিন। করোনার ধাক্কায় পুরসভাগুলিতে ভোট স্থগিত ছিল। অবশেষে এই ১০৮টি পুরসভার ভোটের দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন। ভোটগ্রহণ ওইদিন হলেও এই ১০৮ পুরসভার ভোটের ফল কবে তা ঘোষণা করা হয়নি।

কলকাতা পুরসভার ভোট দিয়ে শুরু হয় পুরভোট পর্ব। তারপর আগামী ১২ ফেব্রুয়ারি হবে ৪ পুরসভা বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরসভার ভোট। এদিনের ঘোষণায় বাকি ১০৮টি পুরসভার ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি।


এদিকে বিরোধীরা এদিন ভোটের দিন ঘোষণার পরই ভোটের ফল ঘোষণার দিনটা একটাই করার দাবি তুলেছে। তাদের দাবি, ১২ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারির ভোটের ফল একই দিনে ঘোষণা করা হোক।

২৭ ফেব্রুয়ারির ভোটের মনোনয়ন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ তারিখের মধ্যে প্রত্যাহার করা যাবে মনোনয়ন।


এদিকে আদর্শ আচরণবিধিও ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সংক্রমণ এড়াতে খোলা আকাশের নিচে মিটিং হলে ৫০০ জনের বেশি মানুষ নিয়ে তা করতে পারবেনা রাজনৈতিক দলগুলি।

যাবতীয় বিধি মেনে চলতে হবে প্রার্থী ও দলগুলিকে। ফলে ভোটের দামামা বেজে গেল। হাতে ৩ সপ্তাহের মত সময় পাচ্ছেন প্রার্থীরা। এরমধ্যেই নিজের নিজের এলাকায় প্রচার সারবেন তাঁরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button