মুখ্যমন্ত্রীর হাঁসখালি মন্তব্যের উল্টো সুরে প্রতিবাদী সৌগত রায়
খোলাখুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা না করলেও, কোথাও যেন উল্টো সুরে গাইলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁসখালি কাণ্ড নিয়ে মন্তব্যের বিরোধিতায় সরব বহু সাধারণ মানুষও। বিরোধীরাও সুর চড়িয়েছেন। এবার কিন্তু অন্য সুরেই বাজলেন সৌগত রায়।
তৃণমূল সাংসদ দক্ষিণেশ্বরে এককটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে তিনি বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একের পর এক নারী নির্যাতনের ঘটনা লজ্জার। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় সকলেই চিন্তিত। এমন ঘটনার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।
যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার। পুলিশকে বিষয়টিতে নজর দেওয়ার জন্যও বলেন তৃণমূল সাংসদ।
সৌগত রায়ের এদিনের বক্তব্যের পর কিন্তু রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের যে কিছুটা হলেও সুকৌশলে বিরোধিতা লুকিয়ে আছে তাঁর মন্তব্যে তা মেনে নিচ্ছেন অনেকেই।
তৃণমূলের আর এক সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে দলের অন্দরেই কানাঘুষো শুরু হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন সৌগত রায়।
এদিকে সৌগত রায়ের এদিনের মন্তব্যের পর সুযোগ হাতছাড়া করেনি রাজ্য বিজেপি, কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব। সৌগত রায় সঠিক কথা বলেছেন, একজন দায়িত্ববান সাংসদের মত কথা বলেছেন বলে কার্যত মুখ্যমন্ত্রীর দিকেই ঘুরিয়ে নিশানা করেছেন তাঁরা।
রাজ্যে জুড়ে একের পর এক ঘটনা, নারী নির্যাতন সামনে আসছে। তারওপর এবার দলের অন্দরেই উল্টো সুরে গলা চড়াচ্ছেন এক এক করে নেতা। যা মুখ্যমন্ত্রীর জন্য ক্রমশ চাপের কারণ হচ্ছে।