
২১শে জুলাইকে কেন্দ্র করে চিঁড়ে-গুড়-বাতাসার বাজিমাত। বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা রাজ্যে হৈহৈ ফেলে দিয়েছিল। এদিন শিয়ালদহে হৈহৈ ফেলে দিল তৃণমূল আইনজীবী সেলের তরফে চিঁড়ে-গুড়ের উদ্যোগ। দুপুর গড়িয়েছে। ২১শে জুলাইয়ের সভাও শেষ। এবার ঘরে ফেরার পালা। যাঁরা শিয়ালদহ লাইনে বাড়ি ফিরবেন তাঁরা স্টেশন চত্বরে পৌঁছে শুনলেন তাঁদের জন্য চিঁড়ে-গুড় অপেক্ষা করছে। আর সময় নষ্ট না করে অধিকাংশ মানুষই লাইন দিলেন তা সংগ্রহ করতে। দীর্ঘ সময় জনসভায় কাটানোর পর পেটেও তখন ছুঁচোয় ডন মারছে। এ সময়ে চিঁড়ে-গুড় মানে তো অমৃত! ২১শে জুলাইয়ে শিয়ালদহে রীতিমত মঞ্চ করে বিলি হল এই চিঁড়ে গুড়। সঙ্গে বাতাসা। আর ছোটদের জন্য ছিল বিস্কুট। পাশেই ছিল পানীয় জলের বন্দোবস্ত। এমন উদ্যোগকে দুহাত তুলে সাধুবাদ জানিয়েছেন ঘরে ফেরা মানুষজন।