বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির ওপর কড়া নজর রাখতে বলল ইডি
তাদের ইচ্ছা ছিলনা। কিন্তু আদালতের নির্দেশ মেনে ছাড়তেই হয়েছে। তাই এবার বিদেশে যাওয়া তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির ওপর কড়া নজর রাখতে বলল ইডি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির ওপর এ দেশে তো নজর রাখাই হচ্ছিল, এবার বিদেশে যাওয়ার পর সেখানেও যাতে তাঁর গতিবিধির ওপর কড়া নজরদারি থাকে সেজন্য ব্যবস্থা নিল ইডি।
বিদেশমন্ত্রকের সাহায্যে সংযুক্ত আরব আমিরশাহী সরকারকে এবার তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রীর গতিবিধির ওপর দুবাইতে নজর রাখার অনুরোধ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কয়লা ও গরু পাচার কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিষেকের স্ত্রী রুজিরা নারুলাকেও জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা।
সম্প্রতি অভিষেক তাঁর চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে চাওয়ায় তা নাকচ করে দেয় ইডি। পরে অবশ্য কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে বিদেশে গিয়ে চক্ষু চিকিৎসার জন্য অভিষেকের আবেদন গৃহীত হয়।
কলকাতা হাইকোর্ট জানায়, কেউ কোথায় তাঁর চিকিৎসা করাতে চান তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে অভিষেককে তাঁর দুবাইয়ের পুরো রুটিন ইডিকে জানাতে বলে আদালত।
এরপর অভিষেক সস্ত্রীক দুবাই রওনা হওয়ার পর এবার ইডি সেখানেও যাতে অভিষেকের গতিবিধি নজরদারির আওতায় থাকে সেজন্য বিদেশমন্ত্রককে দিয়ে আমিরশাহী সরকারের কাছে আবেদন জানাল।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করাতে দুবাই যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবুর দাবি ভারতে আধুনিক মানের চোখের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাই বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার দরকার পড়ে না।