ভ্যাপসা গরম, একটানা অস্বস্তিতে জল ঢেলে অবশেষে নামল বৃষ্টি
বর্ষা বঙ্গে প্রবেশ করেছে আগেই। তবে তার কৃপাদৃষ্টি কেবল ছিল উত্তরের দিকেই। দক্ষিণ ভ্যাপসা গরমে আর একটানা অসহ্য অস্বস্তিতে কাটাচ্ছিল। তারপর অবশেষে বৃষ্টি নামল।
বৃষ্টি নামবে কবে? আর তো পারা যাচ্ছেনা। অসহ্য অস্বস্তি, দরদর করে ঘাম, ভ্যাপসা গরমে কার্যত পরিত্রাহি রব উঠেছিল সকলের মুখে।
এদিকে রাজ্যে বর্ষার প্রবেশ ঘটেছে। উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হচ্ছে। সেখানে পরিবেশও মনোরম। যত সমস্যা দক্ষিণবঙ্গে। সেখানে বর্ষার দেখা নেই। সামান্য বৃষ্টিটুকুও নেই।
অথচ সারা দিনে আকাশে মেঘ দেখা যাচ্ছে। কিন্তু তা থেকে এক বিন্দুও জল ঝরছে না। বৃষ্টি কবে তাও পরিস্কার হচ্ছিল না।
আবহাওয়া দফতর জানিয়েছে আরও কয়েকটা দিন এমন কষ্ট সহ্য করতে হবে। তবে সেই কষ্টের মুখে জল ঢেলে বৃহস্পতিবার সন্ধেয় বৃষ্টি নামল। খুব ঝেঁপে না হলেও ঠান্ডা বাতাস আর বৃষ্টিতে অস্বস্তি থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া দফতর অবশ্য জানিয়ে দিয়েছে এমন বৃষ্টি কোথাও কোথাও হলেও তা অস্বস্তি থেকে পুরোপুরি রেহাই দেবেনা। কারণ ফের সেই অস্বস্তির পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু সাময়িক সান্ধ্য বৃষ্টি এদিন শহরবাসীকে স্বস্তি দিতে পেরেছে।
বৃষ্টির জেরে অনেকটাই বদলে যায় আবহাওয়া। অনেককে দেখা যায় বৃষ্টিতে ভিজতে। অসহ্য ভ্যাপসা গরমে ক্লান্ত দেহ এদিনের সন্ধের বৃষ্টিতে অনেকটাই সতেজ হয়েছে। টানা কয়েকদিনের অস্বাভাবিক পরিস্থিতি এদিন ভেজা গন্ধে বদলে যায়।
প্রসঙ্গত এবার বর্ষায় কতটা স্বাভাবিক বৃষ্টি দক্ষিণবঙ্গ পাবে তা বোঝা যাচ্ছেনা। বরং কিছুটা কম বৃষ্টির পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস।