উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় এমন ফল এর আগে কখনও হয়নি
উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হল শুক্রবার। এবার পাশের হার ৮৮.৪৪ শতাংশ। প্রথম স্থান অধিকার করেছে দিনহাটার বাসিন্দা অদিশা দেবশর্মা।
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হল শুক্রবার। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন।
এবার প্রথম স্থান দখল করেছে এক ছাত্রী। কোচবিহারের দিনহাটার সোনীদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা এবার উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে।
অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। মোট নম্বরের থেকে মাত্র ২ নম্বর কাটা গিয়েছে। মাধ্যমিকে অদিশার সংগ্রহ ছিল ৬৭৮ নম্বর। এবার সবকিছুকে ছাপিয়ে উচ্চমাধ্যমিকে প্রথম স্থান তার দখলে।
এবার উচ্চমাধ্যমিকের ফলাফলে প্রথম দশে ঢোকা ছাত্রছাত্রীদের সংখ্যা রেকর্ড তৈরি করেছে। উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছে ২৭২ জন ছাত্রছাত্রী। এর আগে এমন নজির নেই।
এতজন ছাত্রছাত্রীর প্রথম দশে ঢোকার কথা এদিন পর্ষদ সভাপতিও বিশেষভাবে উল্লেখ করেন। প্রথম দশে ২৭২ জন থাকলেও প্রথম স্থানে থাকা অদিশা একাই ওই নম্বর পেয়েছে। দ্বিতীয় স্থানও দখল করেছে ১ জনই।
পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র সায়নদীপ সামন্ত ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ৪ জন। যার মধ্যে রয়েছে কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র রোহিত সেন, হুগলি কলেজিয়েট স্কুলের সোহম দাস, পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র পরিচয় পারি এবং কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউটের অভীক দাস। দশম স্থান অধিকার করেছে ৪৮৯ নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা।
পরীক্ষার ৪৪ দিনের মাথায় এবার পরীক্ষার ফল বার হল। আগামী ২০ জুন নিজের নিজের স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট পাবে ছাত্রছাত্রীরা।