কাকতালীয় ঘটনা, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানে একই নামের ছাত্র
এমনটা সচরাচর দেখা যায়না। জীবনের অন্যতম এক পরীক্ষায় প্রথম স্থান ও দ্বিতীয় স্থানে থাকা ২ ছাত্রের নাম একই। ফারাক কেবল স্থান ও স্কুলের।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হল। যাতে সবচেয়ে ভাল ফল করেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার ছাত্রছাত্রীরা। মেধা তালিকায় সিবিএসই বোর্ডের পরীক্ষার্থীদের দাপট সবচেয়ে বেশি। তারপর আইএসসি এবং শেষে রাজ্যের বোর্ডের ছাত্ররা জায়গা করে নিয়েছে।
এবার প্রথম স্থান অধিকার করেছে ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের হিমাংশু শেখর। কাকতালীয়ভাবে দ্বিতীয় স্থানাধিকারীর নামও হিমাংশু শেখর।
শিলিগুড়ির নির্মাণবিদ্যা জ্যোতিশিক্ষা স্কুলের ছাত্র আর এক হিমাংশু শেখর রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর নাম এক।
তৃতীয় স্থানে রয়েছে ফিউচার ফাউন্ডেশনের সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ স্থানে সাউথ পয়েন্টের জাহ্নবী শ। কোচবিহার জেনকিনস স্কুলের ছাত্র কৌস্তুভ চৌধুরী পেয়েছে পঞ্চম স্থান। ষষ্ঠ স্থান পেয়েছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাইস্কুলের সৌমপ্রভ দে।
সপ্তম স্থানে রয়েছে জামশেদপুরের ডিবিএমএস কদমা হাইস্কুলের দেবরাজ কর্মকার। অষ্টম স্থানে ফের জায়গা করে নিয়েছে সাউথ পয়েন্ট স্কুল। অগ্নিদ্র দে হয়েছে অষ্টম স্থানাধিকারী।
ক্যালকাটা বয়েল স্কুলের অয়ন অধিকারী পেয়েছে নবম স্থান। প্রথম স্থান ছাড়া মেধা তালিকায় দশম স্থানও পেয়েছে ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুল। সেখানকার ছাত্র শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় দশম হয়েছে জয়েন্টে।
এবার দেড় মাসের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হল। জেলাভিত্তিক ফলাফলে উত্তর ২৪ পরগনা এবার প্রথম স্থান অধিকার করেছে। পিছনে রয়েছে কলকাতা। অগাস্টের তৃতীয় সপ্তাহে কাউন্সিলিং শুরু হওয়ার কথা।