
স্ট্র্যান্ড রোডে লরির ধাক্কায় গুরুতর জখম হলেন ১ ফুটপাথবাসী। আহত লরির খালাসিও। তাঁদের ২ জনকেই মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ২ জনের অবস্থাই আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর ৪টে নাগাদ হাওড়ামুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাবুঘাটের কাছে ফুটপাথে উঠে পড়ে। সেখানে শুয়ে থাকা এক ফুটপাথবাসীকে জখম করে গঙ্গার দিকে রাস্তার ধারে চক্ররেলের পাঁচিল ভেঙে কিছুটা ঢুকে দাঁড়িয়ে পড়ে। ঘটনায় লরির খালাসিও আহত হয়। পরে হেয়ার স্ট্রিট থানার পুলিশ লরির চালককে গ্রেফতার করে। সরানো হয় লরিটিকেও।