Kolkata

রাজ্যে সোমবার থেকে খুলছে স্কুল, শিক্ষক অশিক্ষক কর্মীদের যেতে হবে শনিবার থেকেই

রাজ্যে গরমের ছুটি শেষ। সোমবার থেকে ছাত্রছাত্রীদের জন্য খুলছে স্কুলের দরজা। তবে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তার আগেই কাজে যোগ দিতে হচ্ছে।

রাজ্যে গরমের ছুটি প্রায় ২ মাস চলার পর অবশেষে খুলতে চলেছে স্কুল। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অবশ্য এর মাঝে মিড ডে মিল বিতরণ হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলে যাচ্ছে ২৭ জুন সোমবার থেকে।

নবান্নের তরফে একথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে স্কুল খুলছে সোমবার, তবে তা ছাত্রছাত্রীদের জন্য। শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের অশিক্ষক কর্মচারিদের যোগ দিতে হচ্ছে আগেই। তাঁদের ২৫ জুন শনিবার থেকেই কাজে যোগ দিতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তি নবান্ন থেকে সব জেলার জেলাশাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে।


প্রায় ২ মাস ধরে স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। ফলে অনেক স্কুলেরই বেহাল দশা। ছাত্রছাত্রীদের সোমবার স্কুলে এসে আবর্জনা, ধুলোময় চত্বর ও ক্লাসঘরে যাতে বসতে না হয় সেদিকেই হয়তো নজর দিতে চাইছে সরকার।

মনে করা হচ্ছে শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের সেজন্যই ২ দিন আগে স্কুলে আসতে বলা হয়েছে। যাতে পুরো চত্বরকে ফের তাঁরা পরিচ্ছন্ন করিয়ে ছাত্রছাত্রীদের আসার উপযুক্ত করে তুলতে পারেন। বর্তমান পরিস্থিতিতে যাবতীয় বিধি মেনেই স্কুল খোলার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


গরমের ছুটি শেষে স্কুল খোলার কথা আগেই ছিল। তবে ভ্যাপসা গরমে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে না পড়ে সেকথা মাথায় রেখে গরমের ছুটি কিছুটা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। অবশেষে ২৭ জুন খুলে যাচ্ছে সব স্কুল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button