এক মহিলার ফ্ল্যাটে হানা দিয়ে ২০ কোটি টাকা উদ্ধার করল ইডি
এক মহিলার ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার করল ইডি। নোট গুনতে ব্যাঙ্ক থেকে লোক ডাকে তারা। ইডির দাবি, ওই মহিলা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত।
ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন-এ নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এদিন ম্যারাথন জেরা শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে রাজ্যের বাণিজ্যমন্ত্রী তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায়কে এদিন ইডি আধিকারিকদের ম্যারাথন জেরার মুখে পড়তে হয়। টানা জেরায় এক সময় তিনি অসুস্থও হয়ে পড়েন।
এদিন সকাল ৯টায় পার্থবাবুর নাকতলার বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা। শুরু হয় জেরা। বিকেল ৩টে নাগাদ প্রশ্নোত্তর পর্বের মধ্যেই পার্থবাবুর শ্বাস নিতে সমস্যা ও শারীরিক অস্বস্তি শুরু হয়। দ্রুত চিকিৎসককে খবর দেওয়া হয়। ৩ জন চিকিৎসক সেখানে পৌঁছে পরীক্ষা করে পার্থবাবুকে ওষুধ দেন। ৪৫ মিনিট পর তিনি সুস্থ বোধ করলে ফের জেরা শুরু হয়।
এদিকে ইডি সূত্রের খবর, ইডির আর ১টি দল এদিন হানা দেয় পার্থবাবুর পরিচিত এক মহিলার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। সেখানে তল্লাশি চালিয়ে ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় নগদ ২০ কোটি টাকা!
এছাড়া সোনাও উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোন। বাড়িতে ২০টি মোবাইল ফোন কিসে লাগত তারও খোঁজ নিচ্ছে ইডি।
এদিকে ওই বিপুল পরিমাণ টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে লোক ডাকেন ইডি আধিকারিকরা। তাঁদের ধারনা স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে এই টাকার যোগ থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ওই মহিলা পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত বলেই দাবি করেছে ইডি।