অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পাওয়া টাকা হিমশৈলের চূড়া মাত্র, মনে করছে ইডি
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ২১ কোটি ২০ লক্ষ টাকা আসলে হিমশৈলের চূড়া মাত্র। এমনই মনে করছে ইডি।
ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর নিয়ে গিয়েছে ইডি। এদিকে পার্থবাবুর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ২১ কোটি ২০ লক্ষ টাকার উৎস খুঁজতে গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করছেন ইডি আধিকারিকরা।
সংবাদ সংস্থার খবর, ইডি মনে করছে যে টাকা উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। তারা এমন কিছু নথি হাতে পেয়েছে যা থেকে তারা মনে করছে বিপুল পরিমাণ টাকা হাওয়ালা মারফত হস্তান্তরিত হয়েছে। হাওয়ালা মারফত ওই বিপুল অঙ্কের টাকা বাংলাদেশের পথে হাওয়ালা করা হয়েছে বলেও মনে করছে তারা।
তবে ঠিক কত টাকা এভাবে হস্তান্তরিত হয়েছে তা ইডি-র কাছে পরিস্কার নয়। প্রাইভেট মানি ট্র্যান্সফার এজেন্ট-কে কাজে লাগিয়ে এই হাওয়ালা করা হয়েছে বলে মনে করছে ইডি।
এদিকে ইডি সূত্রের খবর, অর্পিতার ফ্ল্যাট থেকে বেশ কয়েকজনের নাম ও ফোন নম্বর ইডি পেয়েছে। মনে করা হচ্ছে এরা বেআইনি অর্থ হস্তান্তরের সঙ্গে যুক্ত থাকতে পারে।
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি ২০ লক্ষ নগদ টাকা ছাড়াও সেদিন ইডির হাতে এসেছে ৯০ লক্ষ টাকার সোনার গয়না, ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ টাকা মূল্য সম বৈদেশিক মুদ্রা, অনেকগুলি দামি স্মার্টফোন, অনেকগুলি ফ্ল্যাটের সেল ডিড এবং কয়েকটি দামি গাড়ির মালিকানার প্রমাণপত্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা