তাঁর বাড়িতে টাকা রাখা নিয়ে এবার অন্য তথ্য দিলেন অর্পিতা
স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এবার সেই টাকা নিয়ে ইডি আধিকারিকদের অন্য তথ্য দিলেন অর্পিতা মুখোপাধ্যায়।
স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছে ইডি। অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে।
কোথা থেকে এই টাকা অর্পিতার বাড়িতে এল তা নিয়ে প্রশ্ন করা হলে এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই কার্যত আঙুল তুলেছিলেন তিনি। জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তাঁর বাড়িতে টাকা রাখা হত। এবার তিনি দাবি করলেন তাঁর জানাই ছিলনা তাঁর বাড়িতে টাকা রাখা হয়। তাঁকে কিছু জানানোই হয়নি। তাঁর অজান্তেই তাঁর ফ্ল্যাটে ঢুকে টাকা রাখা হত।
প্রসঙ্গত এর আগেই অর্পিতা জানিয়েছিলেন তাঁর ফ্ল্যাটের চাবি একাধিক রয়েছে। তাই তিনি বাড়ি না থাকলেও তাঁর ফ্ল্যাটে অন্য লোকজন যাতায়াত করতেন।
মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। সেখানেই অর্পিতা দাবি করেন তাঁর অজান্তেই তাঁর ফ্ল্যাটে টাকা রাখা হত।
এদিন অর্পিতা নয়, সেইসঙ্গে আদালতের নির্দেশ মেনে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও আনা হয় জোকা ইএসআই-তে। সকালেই তাঁকে নিয়ে আসেন ইডি কর্তারা।
এদিকে এই ঘটনাকে সামনে রেখে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দাবি করেছেন শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, এই দুর্নীতিতে আরও অনেকে জড়িত রয়েছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও প্রায় একই দাবি করেছেন।