
বউবাজারের একটি স্বর্ণালঙ্কার সংস্থার দফতর থেকে উদ্ধার হল ওই দফতরের এক কর্মীর রক্তাক্ত দেহ। তাঁর হাতের শিরা কাটা ছিল। কাটা ছিল গলার নলিও। মৃতের নাম সুদীপ সাহা। তিনি ওই সংস্থায় হিসাবরক্ষকের কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে স্থানীয়রা দেখেন সুদীপ সাহা যে ঘরে বসেন সেই ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তাঁদের দাবি, প্রথমে তাঁরাই দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানেই সুদীপ সাহার দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে বউবাজার থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এটা খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।