কোএডুকেশনের পথে ঐতিহাসিক সংস্কৃত স্কুল, ছাত্রছাত্রীদের একসঙ্গে পড়ার সম্ভাবনা
ঐতিহাসিক এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও পদস্পর্শে ধন্য সংস্কৃত স্কুল এবার কোএডুকেশনের পথে পা বাড়াতে পারে। এমনই ইঙ্গিত মিলল।
কলকাতার অতিপুরাতন ঐতিহাসিক স্কুলগুলির একটি অবশ্যই সংস্কৃত স্কুল। খাতায় কলমে এই স্কুল প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি ১৮২৪ সালে। ২০০ বছরের মুখে দাঁড়িয়ে থাকা এই স্কুল স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও পদস্পর্শে ধন্য।
স্কুলটি চিরকালই কেবল ছাত্রদের স্কুল। এখানে ছাত্রীদের শিক্ষার সুযোগ ছিলনা। এখনও নেই। তবে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন স্কুলটিকে কোএডুকেশনে রূপান্তরিত করার চেষ্টা তিনি অনেকদিন ধরেই করছেন।
লাল ফিতের বাঁধনে দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে বিষয়টি। তবে দেবব্রত মুখোপাধ্যায়ের বিশ্বাস এবার সমস্যা মিটবে। সংস্কৃত স্কুল কোএডুকেশন স্কুল হয়ে উঠবে অর্থাৎ এখানে ছাত্র ও ছাত্রীরা একসঙ্গে পড়ার সুযোগ পাবে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের জীবনটাই নারী শিক্ষার প্রসার ও বিধবাবিবাহ প্রচলনে দিয়ে দিয়েছিলেন। দীর্ঘ লড়াই চালিয়েছিলেন তিনি। তাঁর স্মৃতিধন্য সংস্কৃত স্কুল যদি সত্যিই কোএডুকেশনের পথে যেতে পারে তবে বিদ্যাসাগরের জন্য এটা শ্রদ্ধার্ঘ হতে পারে বলেই মনে করছেন অনেকে।
তবে বিষয়টি এখনও নিশ্চিত করে কোনও জায়গায় পৌঁছয়নি। সংস্কৃত স্কুলের প্রধান শিক্ষক স্কুলটিকে কোএডুকেশনে রূপান্তরিত করার আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন।
স্কুল শিক্ষা দফতরের সঙ্গে বারবার বৈঠক করা, আধিকারিকদের বোঝানোর চেষ্টা চালাচ্ছেন প্রধান শিক্ষক। তাঁর মতে, বিষয়টি অনেক দূর এগিয়েও গেছে। এখন দেখার কলেজ স্ট্রিটের প্রায় ২০০ বছরের পুরনো সংস্কৃত স্কুল কোএডুকেশন স্কুলে রূপান্তরিত হয় কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা