মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, কবে পর্যন্ত চলবে এই বৃষ্টি ভেজার পালা
অবশেষে মন প্রাণ জুড়িয়ে বৃষ্টি নামল। বৃহস্পতিবার রাত নামতেই হল বৃষ্টি। সঙ্গে ঝড়। তবে এখানেই শেষ নয়। কবে পর্যন্ত চলবে এমন ঝড় বৃষ্টি? মিলল পূর্বাভাস।
হবে হবে করছিল। সেই পরিবেশও তৈরি হচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত বৃষ্টিটা আর হচ্ছিল না। তবে এবার কলকাতায় কালবৈশাখী এল ভূগোলের পাতার শর্ত মেনে।
বলা হয় যে চৈত্র, বৈশাখ মাসে হয় কালবৈশাখী ঝড়। সঙ্গে বৃষ্টি। এবার খাতায় কলমে শহর ভিজল পয়লা চৈত্রে। মানে চৈত্র মাস শুরুই হল কালবৈশাখী দিয়ে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগেই বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছিল না। কয়েকটি জেলায় বৃষ্টি হলেও কলকাতা ও তার আশপাশ চেয়েছিল আকাশের দিকে। গুমোট ভাবটাও বাড়ছিল। অবশেষে সে সব জুড়িয়ে দিয়ে কালবৈশাখী ধেয়ে এল বৃহস্পতির রাতে। সঙ্গে ঘন ঘন বজ্র নির্ঘোষ।
ঝড় ও দমকা হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি। খুব দীর্ঘ সময় ধরে না চললেও বৃষ্টি যতটুকু হয়েছে তা ঝেঁপেই হয়েছে। ফলে সন্ধের আবহাওয়া আর রাতের আবহাওয়ায় আমূল পরিবর্তন আসে। অনেকটাই ঠান্ডা হয়ে যায় আবহাওয়া। যা রাতের তোফা ঘুমের একটা বন্দোবস্ত করে দেয়।
এবার মাঘের শেষেও বৃষ্টি তেমন হয়নি। কলকাতার জন্য ফাল্গুনও কেটেছে বৃষ্টিহীন অবস্থায়। তবে চৈত্রের শুরুতেই হল বৃষ্টি। এদিন কলকাতায় শিলাবৃষ্টি না হলেও পূর্ব বর্ধমান ও নদিয়ার বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে কলকাতায় কিন্তু বৃহস্পতিবার কালবৈশাখী হয়েই থেমে যাবে এমনটা নয়। বরং সপ্তাহের শেষের দিনগুলো সহ আগামী সপ্তাহের প্রথম ২ দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।