
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানে বিশেষ ভোজসভা আয়োজনের ইচ্ছা প্রকাশ করলেন রোমের মেয়র ভার্জিনিয়া ব়্যাগি। ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাঁর এই ইচ্ছার কথা রাজ্য সরকারকে জানিয়েছেন ব়্যাগি। শুক্রবার নবান্নে অর্থমন্ত্রী অমিত মিত্র সাংবাদিকদের একথা জানান। ঘটনাটিকে অর্থমন্ত্রী অত্যন্ত গর্বের বলেও ব্যাখ্যা করেন। প্রসঙ্গত মাদার টেরেসাকে সেন্টহুড প্রদানের সময় ভ্যাটিকান সিটিতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মাদারের সম্পর্ক দীর্ঘদিনের। আজকের মুখ্যমন্ত্রী যখন যুব কংগ্রেসের নেত্রী, সেই ৯০-য়ের দশক থেকেই দুজনের সম্পর্ক। এই সম্পর্ককে মাথায় রেখে আগেই মুখ্যমন্ত্রীর ইতালি সফর চলাকালীন তাঁকে মাদারের সেন্টহুড প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। ৫ সেপ্টেম্বর মাদার টেরেসার মৃত্যুদিন। ঠিক তার আগের দিন অর্থাৎ ৪ সেপ্টেম্বর মাদারকে সেন্টহুড দেবে ভ্যাটিকান। সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ইতালি সফর শেষে জার্মানি যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী ২ দিন থাকবেন। জার্মানি থেকে রাজ্যে লগ্নী টানতে মুখ্যমন্ত্রী ২টি তাবড় বণিকসভার সঙ্গে আলোচনা করবেন বলেও শুক্রবার জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।