২ জেলায় খোলা থাকবে স্কুল, শিক্ষক অশিক্ষক কর্মচারিদের জন্য বিশেষ নির্দেশিকা
তাপপ্রবাহের কারণে সোমবার থেকে রাজ্যের সব স্কুলে ছুটির নির্দেশিকা জারি হয়েছে। যেখানে ২ জেলার স্কুলকে তালিকায় রাখা হয়নি। সেখানে স্বাভাবিক নিয়মেই ক্লাস হবে।
অসহ্য গরমে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সোমবার থেকে রাজ্যের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে। যে বিজ্ঞপ্তিতে রাজ্যের সব জেলায় স্কুল ছুটির কথা বলা হলেও ২টি জেলার জন্য অন্য নির্দেশিকা জারি হয়েছে।
সেখানে কোনও স্কুল বন্ধ হচ্ছেনা। স্বাভাবিকভাবেই সেখানে স্কুল হবে। ফলে রাজ্যের অন্য সব জেলার ছাত্রছাত্রীদের স্কুলে না যেতে হলেও ওই ২ জেলার স্কুলের সব ছাত্রছাত্রীকে স্কুলে যেতে হবে। স্কুল স্বাভাবিক নিয়মেই হবে। এই ২ জেলা হল দার্জিলিং ও কালিম্পং।
গরমের জন্য সোমবার থেকে স্কুল ছুটির নির্দেশ হলেও এই সময়ে যে পড়াশোনার ক্ষতি ছাত্রছাত্রীদের হবে সেকথা মাথায় রেখে শিক্ষক ও অশিক্ষক কর্মচারিদের জন্যও বিজ্ঞপ্তিতে বিশেষ নির্দেশ রয়েছে।
ছাত্রছাত্রীদের এই সময়ে পড়াশোনার যে ক্ষতি হবে সেটা মেটাতে স্কুল খোলার পর বাড়তি ক্লাস নিতে বলা হয়েছে তাঁদের। যাতে ছাত্রছাত্রীরা পিছিয়ে না পড়ে।
এবার এক অস্বাভাবিক গরমে পুড়ছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গ তো বটেই এমনকি উত্তরবঙ্গও এবার রেহাই পাচ্ছেনা। সেখানেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
আবহাওয়া দফতর সোমবার থেকে টানা ৫ দিন তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে। রেহাই পাবেনা কলকাতাও। গরমে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ও বন্ধ রাখার কথা বলা হয়েছে।