সাধারণ মানুষের পাতকে তরকারি শূন্য করছে পঞ্চায়েত ভোট
এ রাজ্যে এখন পঞ্চায়েত নির্বাচনের দামামা। তারমধ্যেই আবার মধ্যবিত্তের মাথায় হাত ফেলেছে আনাজপাতির দাম। এই দাম বাড়ার জন্য ২টি কারণ সামনে আসছে।
পশ্চিমবঙ্গে গত কয়েকদিনের মধ্যে রকেট গতিতে দাম বেড়েছে আনাজের। কার্যত কোনও আনাজেই হাত ছোঁয়াতে পারছেন না সাধারণ মানুষ। বাজারে গিয়ে কম করে কিনেও পকেট ফাঁকা হয়ে যাচ্ছে নিমেষে।
অনেকেই দাম শুনে অনেক আনাজই কেনা থেকে বিরত থাকছেন। সামান্য বাজার করে বাড়ি ফিরছেন প্রায় খালি থলে হাতে। বাজেট করা জীবনে এমন ছন্নছাড়া আনাজের দাম সাধারণ মানুষের দৈনন্দিন পাতে আনাজটুকুতেও ঘাটতি করেছে।
যেখানে আদা, রসুনের দাম ছেঁকা দিচ্ছে, সেখানে লাল টমেটোও রক্ত চক্ষু নিয়ে চেয়ে আছে। টমেটো অনেক বাজারেই কেজি পিছু ১০০ টাকা পার করেছে।
তবে শুধু টমেটো কেন, বেগুন অনেক জায়গায় দেড়শো টাকা কেজি। ঢেঁড়সের মত অপেক্ষাকৃত কমদামী আনাজও এখন ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিকোচ্ছে। হাত দেওয়া যাচ্ছেনা উচ্ছেতে। দাম ১৫ টাকা একশো গ্রাম। পিছিয়ে নেই লাউ, কুমড়োও। শসার দাম ৬০ টাকা কেজি।
কেন এভাবে হুহু করে বেড়ে চলেছে আনাজের দাম? বাংলায় এই দাম বাড়ার কারণ হিসাবে প্রাথমিকভাবে দীর্ঘদিন ধরে চলা গ্রীষ্মের দাবদাহ এবং বর্ষার জল অনেক দেরিতে পড়াকে কারণ হিসাবে তুলে ধরছেন বাজারে দামের ওঠানামায় নজরদারি চালানো টাস্ক ফোর্সের সদস্যরা।
তবে সংবাদ সংস্থা আইএএনএস-এর কাছে কৃষি দফতরের এক আধিকারিক আরও একটি কারণকে সামনে এনেছেন। তাঁর মতে, রাজ্যে পঞ্চায়েত ভোট থাকায় অনেক কৃষিজীবী ভোটে ব্যস্ত। তাই তাঁরা চাষের কাজে সেভাবে সময় দিতে পারছেন না। যা আনাজের ফলনে সরাসরি প্রভাব ফেলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা