প্রাণ ও রক্তঝরা পঞ্চায়েত ভোট নিয়ে কি জানাল নির্বাচন কমিশন
পঞ্চায়েত ভোটে মৃত্যু, রক্ত, বোমা, রক্তের হোলি দেখল বাংলা। সেই ভোট নিয়ে নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করে দিল।
পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই যেভাবে বিভিন্ন কোণা থেকে দফায় দফায় সংঘর্ষ, প্রাণহানির ঘটনা সামনে আসছিল তাতে পঞ্চায়েত নির্বাচনের দিন নিয়ে বিভিন্ন মহলে একটা আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা যে কতটা সঠিক ছিল তা প্রমাণ হয় শনিবার সকালে নির্বাচন শুরুর পর থেকেই।
কোচবিহার থেকে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা থেকে মালদা, সব জায়গাতেই সংঘর্ষ, মারামারি, রক্তারক্তি, গুলি, বোমা, বন্দুকের তাণ্ডব দেখা যায়। অনেক জায়গায় বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ সামনে আসে।
কোচবিহারের দিনহাটায় এক বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। মুর্শিদাবাদে ২ তৃণমূল কর্মী, ১ কংগ্রেস কর্মী ও ১ সিপিএম কর্মীর নির্বাচনী সংঘর্ষে মৃত্যু হয়েছে। মালদায় এক তৃণমূল প্রার্থীর আত্মীয়ার মৃত্যু হয়েছে। কাটোয়ায় এক তৃণমূল এজেন্টের মৃত্যু হয়েছে।
এছাড়া বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন একাধিক দলের কর্মীরা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জায়গা থেকেই একের পর এক অশান্তির ঘটনা সামনে এসেছে।
কোথাও মাথা ফেটেছে, কোথাও রক্তাক্ত হয়েছেন ভোট কর্মীরাও। ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া, ব্যালটে আগুন ধরানো, ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া, এমন নানা ঘটনা সামনে এসেছে। সব মিলিয়ে এক অশান্তির পঞ্চায়েত ভোটই নজরে পড়ল শনিবার।
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা অবশ্য জানিয়েছেন, ভোটে নির্বাচন কমিশনের কাজ ব্যবস্থাপনা। সে কাজ কমিশন করেছে। ভোটাররা যাতে ভোট দিতে পারেন তার সব ব্যবস্থা কমিশন করেছে বলেও জানান তিনি।
পাশাপাশি রাজীব সিনহার মতে, এটা গ্যারান্টি দেওয়া সম্ভব নয় কে কাকে গুলি করে মারবে। আর এই যে ভোট ঘিরে অশান্তি, মৃত্যু? তার উত্তরে কমিশনার আশা প্রকাশ করে জানিয়েছেন, এ নিয়ে পুলিশ নিশ্চয়ই দ্রুত ব্যবস্থা নেবে। মামলা করবে। তবে কমিশনের কাজ কমিশন ঠিকমতই করেছে বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজীব সিনহা।