এবার রাজ্যের প্রতিটি মদের দোকানে থাকবে কথা বলা পেন
মদের দোকানে থাকবে কথা বলা পেন। যাকে টকিং পেন বলা হচ্ছে। রাজ্য আবগারি দফতর এই নির্দেশ জারি করেছে। কোথায় পাওয়া যাবে এই পেন তাও জানিয়েছে তারা।
দোকান থেকে মদের বোতল কেনার পর দেখা গেছে তাতে বিষাক্ত মদ রয়েছে। অথচ নামি ব্র্যান্ডের মদই কিনেছেন ক্রেতা। যা সঠিকভাবে সিল করা। তাতে হলোগ্রাম পর্যন্ত লাগানো রয়েছে। দেখে বোঝার কোনও সুযোগই ক্রেতার নেই যে যে বোতলটি তিনি দাম দিয়ে কিনলেন তা খাঁটি কিনা। তিনি তো তা খাঁটি সেই ব্র্যান্ডের বলে জেনেই কিনে নিলেন।
এমন একগুচ্ছ অভিযোগ পশ্চিমবঙ্গ রাজ্য আবগারি দফতরে জমা পড়ছিল। যা থেকে বোঝা যাচ্ছিল বাজারে অনেক দোকানেই এই নকল মদের বোতল বিক্রি হচ্ছে।
এবার সেখানেই লাগাম টানার ব্যবস্থা করল রাজ্যসরকার। ক্রেতা সুরক্ষা সুনিশ্চিত করতে এবার তারা টকিং পেন দোকানে রাখতেই হবে বলে নির্দেশ জারি করেছে।
টকিং পেন রাখতে হবে রাজ্যের প্রতিটি অন শপ, অফ শপ এবং বারে। এই টকিং পেনের কাজ হল তা মদের বোতলের হলোগ্রাম পরীক্ষা করে জানিয়ে দেবে বোতলটি আসল না নকল।
এতে ক্রেতারা অনেকটা নিশ্চিন্ত হতে পারবেন। যে বোতলটি তিনি কিনছেন সেটা সেই ব্র্যান্ডেরই এবং তা খাঁটি সেই ব্র্যান্ডের মদেই পরিপূর্ণ বলেও নিশ্চিত হতে পারবেন ক্রেতারা।
টকিং পেন কেনার জন্য নির্দেশ জারির পাশাপাশি রাজ্য আবগারি দফতর সব দোকান ও বারকে জানিয়ে দিয়েছে তাদের ওই পেন কিনতে হবে সরস্বতী প্রেস থেকে। দাম ৩ হাজার টাকা। সঙ্গে ১৮ শতাংশ জিএসটি।