এমন দৃশ্য কলকাতার অজানা, নয়া রাজধানীর কামড় পুরনোতে
এমন দৃশ্য শহর কলকাতা দেখেছে কিনা সন্দেহ। এ যেন অজানা কলকাতা। এ দৃশ্য নয়া রাজধানীতে দেখা যায়। পুরনোতে এ দৃশ্য বিরল।
গত ২ দিন ধরেই ক্রমে কমছে ঠান্ডার দাপট। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে চলেছে। গত শনিবার বেলা বাড়ার পর থেকে শহর ঢেকে যায় মেঘের আস্তরণে। অনেকেই হাতে ছাতা নিয়ে বাইরে বার হন। আকাশের দিকে চেয়ে মনে হচ্ছিল যখন তখন বৃষ্টি নামতে পারে।
রবিবার ভোর হওয়ার পর আবার অন্য এক দৃশ্য দেখে কার্যত কলকাতাবাসী হতবাক হয়ে গেছেন। এমন দৃশ্য তাঁরা আগে কবে দেখেছেন মনে করতে পারেননি।
রাস্তায় সামনে কিছু দেখা যাচ্ছেনা। সামান্য দূরত্বে কি রয়েছে তা দৃষ্টিগোচর হচ্ছেনা। কুয়াশার পুরু চাদরে চারধার ঢাকা। অনেক জায়গায় ২০ থেকে ২৫ মিটারে পৌঁছে যায় দৃশ্যমানতা। যার ফলে রাস্তায় গাড়ি কমে যায়।
গাড়ি নিয়ে রাস্তায় বার হলে দুর্ঘটনার আশঙ্কা থেকে গাড়ি কম বার হয়েছে। রাস্তায় মানুষও ছিলেন কম। রাস্তা পারাপার পর্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
কুয়াশার এমন পুরু চাদর রাজধানী নয়া দিল্লিতে কুয়াশার হানা বলেই পরিচিত। সেখানেও এমনই সামান্য দূরে কিছু দেখা যায়না। দিল্লি বলেই নয়, উত্তর ভারতের একটা বড় অংশেই কুয়াশার দাপট শীতের সময় এক বাড়তি সমস্যা।
কিন্তু কলকাতায় কুয়াশা হলেও এমন আজব পুরু কুয়াশার চাদর তৈরি হয়না। যা এদিন দেখা গেল। এদিন কুয়াশার কারণে দমদম বিমানবন্দর থেকে বিমান চলাচলও ব্যাহত হয় সকালে।
বেলা কিছুটা বাড়ার পর পরিস্থিতি বদলায়। কুয়াশার সেই ভয়ংকর চেহারা কিছুটা হলেও হ্রাস পায়। তবে একটা ধোঁয়ার চাদর থেকে যায় অনেক বেলা পর্যন্ত।