দোলের সন্ধেয় মেঘ গর্জে বৃষ্টি, আরও কি পূর্বাভাস রয়েছে
দোলের সকালে রংয়ের জলে ভিজেছিল মাটি। সন্ধে নামতে বৃষ্টিতে ফের ভিজল বাংলার মাটি। সঙ্গে ঝোড়ো হাওয়া। কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
দোলের সকালটা ঝলমলেই কেটেছে। মানুষ চুটিয়ে রং খেলা উপভোগ করেছেন। দুপুরের পর শান্ত হয়ে আসা শহরে রোদের উত্তাপ ছিল গায়ে ছেঁকা দেওয়া। কিন্তু সেই রূপ বদলে গেল বিকেল নামতেই। বিকেল যত গড়িয়েছে পুরু মেঘের স্তরে ঢেকেছে আকাশ।
মেঘের গুড়গুড় শব্দও শোনা গেছে। বিদ্যুতের ঝলকানিও চোখে পড়েছে। বোঝাই যাচ্ছিল আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে আসছে ঝড়বৃষ্টি। সন্ধে নামার পর অবশেষে নামল বৃষ্টি।
খুব চেপে না হলেও বৃষ্টি নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়। সঙ্গে ছিল বজ্রের ঝলকানি। ঝড় না হলেও ঝোড়ো হাওয়ার দাপট ছিল।
বৃষ্টি খুব ঝেঁপে না হলেও চলতে থেকেছে। কোথাও মাঝারি তো কোথাও ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। দুপুরে যে গরমটা মানুষের অস্বস্তির কারণ হয়েছিল, তা সন্ধের এই বৃষ্টির পর কার্যত কেটে যায়। ঠান্ডা হাওয়া বইতে থাকে।
আবহাওয়া দফতর জানাচ্ছে এই হালকা বৃষ্টি, ঝোড়ো হাওয়া বজায় থাকবে। মঙ্গলবার আরও বেশি পরিমাণে ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। তাই দোলের দিনের সন্ধে মনোরম করে দেওয়ার পর মঙ্গলবারও পরিবেশ স্বস্তির থাকার সম্ভাবনাই বেশি।
সাধারণভাবে মার্চের শেষে গরমের তীব্রতা বেশ বেড়ে যায়। কিন্তু এবার মাঝে মাঝেই বৃষ্টি পরিবেশকে অতটা গরম করে তুলতে দেয়নি। বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা নিম্নচাপ এই বৃষ্টির পরিবেশ তৈরি করেছে।