আরজি করের প্রতিবাদ, প্রতিমা তৈরিতে মাটি দিতে রাজি নয় সোনাগাছি
আরজি কর কাণ্ডের প্রতিবাদে শামিল হচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ। সকলেই প্রতিবাদে রাস্তায় নামছেন। এবার তাঁদের মত করে প্রতিবাদে শামিল হলেন সোনাগাছির গণিকারা।
দুর্গাপুজো আর বেশিদিন নেই। দুর্গা প্রতিমা গড়ার কাজও চলছে। বহু প্রাচীন রীতি হল দুর্গা প্রতিমা গড়ার সময় যে মাটি লাগে সেই মাটির সঙ্গে যৌনপল্লির মাটি মেশাতে হয়। এটা প্রচলন হয়েছে একটি বিশ্বাস থেকে।
মনে করা হয় মানুষ কোনও গণিকার ঘরে প্রবেশের সময় তাঁর সব ভালটুকু চৌকাঠের বাইরে ফেলে রেখে সেই ঘরে ঢোকেন। তাই যৌনপল্লির মাটি প্রতিমা তৈরির সময় মাটিতে মিশিয়ে নেওয়া হয়। এটাই দীর্ঘ রীতি।
এবার কিন্তু প্রতিমা তৈরির জন্য সোনাগাছির গণিকালয়ের মাটি দিতে রাজি নন সেখানকার গণিকারা। এমনটাই সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন দুর্বার মহিলা সমন্বয় কমিটি-র এক সদস্য। এই সিদ্ধান্ত গণিকারা নিয়েছেন আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর সঙ্গে ঘটা পাশবিক ঘটনার প্রতিবাদে।
সোনাগাছির গণিকারা একজোটে জানিয়েছেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে তাঁরা চান সোচ্চার প্রতিবাদ। প্রতিবাদের ভাষা হিসাবেই তাঁরা এবার প্রতিমা তৈরির জন্য আবশ্যিক তাঁদের উঠোনের মাটি দেবেন না। আর সেটাই হবে তাঁদের মত করে তাঁদের প্রতিবাদ।
প্রসঙ্গত কেবল সোনাগাছি বলেই নয়, রাজ্যের অন্য গণিকাপল্লি থেকেও প্রতিবাদের স্বর শোনা গিয়েছে। তাঁরা মিছিল করে আরজি করের ঘটনার প্রতিবাদে শামিল হয়েছিলেন।
এবার প্রতিবাদের একদম অন্য পথে হাঁটলেন সোনাগাছির গণিকারা। গণিকারা এটাও বার্তা দিয়েছেন, প্রয়োজনে তাঁদের কাছে আসুক। কিন্তু সমাজের সাধারণ কোনও মেয়ের সম্ভ্রম কেড়ে নেওয়া কখনওই তাঁরা মেনে নেবেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা