Kolkata

আগামী মঙ্গলবার অভূতপূর্ব সুরক্ষা বলয়ে মুড়ছে নবান্ন

নবান্নকে সুরক্ষিত রাখতে আগামী মঙ্গলবার ২ হাজার পুলিশ মোতায়েন করা হবে। সূত্রের খবরের ভিত্তিতে একথা জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস।

নবান্নকে সুরক্ষিত রাখতে আগামী মঙ্গলবার মোতায়েন থাকবেন ২ হাজার পুলিশকর্মী। সংবাদ সংস্থা আইএএনএস এমনই জানাচ্ছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই ২ হাজার পুলিশকর্মীকে চালিত করতে উপস্থিত থাকবেন পুলিশের ৯৭ জন সিনিয়র অফিসার।

এই মোতায়েন কেবল নবান্ন ঘিরে রাখতেই ব্যবহার করা হবে। আগামী মঙ্গলবার নবান্ন অভিযানে কোনও ঝুঁকি নিচ্ছে না রাজ্যসরকার। সুরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র করার বন্দোবস্তও পাকা করতে চাইছে প্রশাসন।


আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক দেন রাজ্যের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের ডাকা এই অভিযানকে সফল করতে সকলকে এই অভিযানে অংশ নেওয়ার ডাক দিয়েছেন তাঁরা। তবে কারও হাতে কোনও দলীয় পতাকা থাকা চলবে না। দলমত নির্বিশেষে এই প্রতিবাদ করতে চান ছাত্রছাত্রীরা।

গত ১৪ অগাস্ট আরজি করের ঘটনার প্রতিবাদে মহিলাদের রাত দখল কর্মসূচি যেভাবে কোনও দলীয় ব্যানারের ছত্রছায়ায় হয়নি, বরং তা ছিল মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। মঙ্গলবারের নবান্ন অভিযানকেও সেই একই পথে পরিচালিত করতে চাইছেন ছাত্ররা।


নবান্ন অভিযানকে কেন্দ্র করে নবান্নের সুরক্ষা সুনিশ্চিত করতে ৫ স্তরের সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস। আজ পর্যন্ত যত নবান্ন অভিযান হয়েছে তা রুখতে যে পুলিশি বন্দোবস্ত ছিল, এবার তার চেয়েও বেশি বন্দোবস্ত করা হয়েছে।

পুলিশের অনুমান, ছাত্রদের এই প্রতিবাদ আন্দোলনে মিশে কিছু বিরোধী দলের কর্মী গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারেন। তাই নবান্নের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই ব্যবস্থা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button