Kolkata

সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর বড় পদক্ষেপ অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের

হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও।

আরজি করে মহিলা চিকিৎসকের সঙ্গে নৃশংসতার বিরুদ্ধে সমাজের সর্বস্তরে সোচ্চার আন্দোলন অব্যাহত। দোষীদের শাস্তির দাবিতে ক্রমাগত সুর চড়ছে। বিক্ষোভ আন্দোলন রাজ্য পেরিয়ে দেশ পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও।

এই ঘটনায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবিও উঠেছে। গত কয়েকদিনে দফায় দফায় সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকরা। অবশেষে সোমবার তাঁকে গ্রেফতার করা হয়।


হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ২ জন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকেও গ্রেফতার করেছে সিবিআই।

বিপ্লব ও সুমনের সংস্থা আরজি কর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম থেকে আরও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করত। এছাড়াও অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের দেহরক্ষী বলে পরিচিত সিকিউরিটি গার্ড আফসার আলিকেও গ্রেফতার করেছে সিবিআই।


গ্রেফতার হওয়ার পর এবার আরও এক ধাক্কা এল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সংগঠন থেকে তাঁর সদস্যপদ খারিজ করে দিল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন।

গত ১৮ অগাস্ট এই সংগঠন সন্দীপ ঘোষকে অ্যাসোসিয়েশনের ব্যানারে কোনও শিক্ষাগত কর্মকাণ্ড থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এবার তাঁর সদস্যপদই খারিজ করে দিল। গত ২৮ অগাস্টই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সন্দীপ ঘোষের সদস্যপদ খারিজ করে দিয়েছিল।

এদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে একেবারেই অরাজনৈতিক সাধারণ মানুষের আন্দোলন অব্যাহত। বিভিন্ন স্কুলের প্রাক্তনী থেকে সমাজের বিভিন্ন মহলের মানুষ আন্দোলনে অংশ নিয়ে পথে নামছেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button