Kolkata

দুপুরে মুখ্যমন্ত্রী গেলেন চিকিৎসকদের আন্দোলনে, রাতে কালীঘাটে ভেস্তে গেল বৈঠক

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে দুপুরে হাজির হলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন। রাতে কালীঘাটের বাসভবনে আন্দোলনরতরা এলেও ফের ভেস্তে যায় বৈঠক।

জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে স্বাস্থ্য ভবনের সামনে। তাঁদের মূলত ৫ দফা দাবি রয়েছে। সরকারের ওপর সেগুলি মানার জন্য বাড়ছে চাপ। এই অবস্থায় আগেই নবান্নে বৈঠকে গিয়েও সরাসরি সম্প্রচারে সরকার রাজি না হওয়ায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদল ফিরে এসেছিল। মুখ্যমন্ত্রীও ২ ঘণ্টা অপেক্ষার পর বেরিয়ে যান।

এরপর শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন মুখ্যমন্ত্রী হিসাবে নয়, দিদি হিসাবেই তিনি এসেছেন। সব দাবি বিচার করবেন বলেও আশ্বাস দেন।


আন্দোলনরত চিকিৎসকদের আলোচনায় বসার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কাজে ফেরার অনুরোধও করেন। এরপর স্থির হয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন জুনিয়র চিকিৎসকরা।

সেইমত সন্ধেয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হয় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদল। বৃষ্টি অঝোরে হচ্ছিল। তারমধ্যে কার্যত ভিজতে থাকেন তাঁরা। মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁদের ভিতরে আসতে বলেন।


কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন পুরো মিটিংয়ের ভিডিও রেকর্ডিং করতে দিতে হবে। মুখ্যমন্ত্রী তাঁদের দাবি শোনার পর জানান, সরকারের তরফে মিটিংয়ের আলোচ্য বিষয়ের কপিতে সই হবে। জুনিয়র ডাক্তাররাও সই করবেন। ভিডিও রেকর্ডিং হবে। তবে তা সরকারে তরফে হবে।

যা সরকার বাইরে ব্যবহার করবেনা। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে সেই ভিডিও জুনিয়র চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে কোনও ভিডিও করতে দেওয়া যাবেনা।

পাল্টা জুনিয়র ডাক্তাররা জানান, তাঁরা শুধু চাইছেন ভিডিও করতে দেওয়া হোক। যে ভিডিও যাতে তাঁরা বাকি আন্দোলনরত চিকিৎসকদের কাছে ফিরে দেখাতে পারেন। এতে রাজি হননি মুখ্যমন্ত্রী।

তবে তিনি বাড়ির বাইরে এসে এটা বলেন যে যদি বৈঠক নাও করতে চান জুনিয়র চিকিৎসকেরা তাহলেও তাঁরা যেন মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে একটু চা খেয়ে যান। এও বলেন, তাঁর বাড়িতে এসে কেন জুনিয়র ডাক্তাররা তাঁকে অসম্মান করছেন? কেউ ভিজে গিয়ে থাকলে শুকনো পোশাক বাড়ি থেকে দেওয়ার কথাও জুনিয়র ডাক্তারদের জানান মুখ্যমন্ত্রী।

এদিকে জুনিয়র ডাক্তাররা দাবি করেন তাঁরা আলোচনা করে মুখ্যমন্ত্রীর শর্তেই রাজি হয়েছিলেন। শর্তহীন আলোচনাই করতে চেয়েছিলেন। তাঁরা তাঁদের সিদ্ধান্ত জানাতেও যান। কিন্তু তখন তাঁদের জানিয়ে দেওয়া হয় অনেক দেরি হয়ে গেছে।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেকথা জানিয়ে দেন বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। মন্ত্রী জানান, আর বৈঠক করা সম্ভব নয়। রাত বাড়লে একে একে মুখ্যমন্ত্রীর বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে থাকেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ সচিব পর্যায়ের আধিকারিকরা। তাঁদের গাড়ি বার হতে দেখেই এটা পরিস্কার হয়ে গিয়েছিল এদিনের মত বৈঠক ভেস্তে গেল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button