Kolkata

থামতে চলেছে কলকাতার ১৫০ বছরের ইতিহাস

কলকাতার দেড়শো বছরের ইতিহাসের চাকা এবার থামতে চলেছে। থেমে যাবে এক চেনা শব্দের ঝংকার। যা শোনার পর মনখারাপ শহরবাসীর একাংশের।

কলকাতা মানেই তো ছড়িয়ে থাকা ইতিহাস। শহরটাই এমন যে ইতিহাস এখানে আনাচেকানাচে উঁকি দেয়। অলিগলিতে কান পাতলে শোনা যায় কত অজানা কাহিনি। কলকাতার ইতিহাসের অন্যতম এক ধারক ও বাহক হয়ে যে যানটি এখনও নমোনমো করেও রাস্তায় চলছিল, যা আছে দেখেও শান্তি পাচ্ছিলেন শহরবাসী, সেই ১৫০ বছর ধরে কলকাতার রাস্তায় দাপটে ঘুরে বেড়ানো ট্রামের চাকা থামতে চলেছে।

রাজ্যসরকার সেই পথেই যে হাঁটবে তার ইঙ্গিত স্পষ্ট। রাস্তায় অন্য যানবাহনের যাতায়াতের অসুবিধার কথা তুলে ধরে সরকার চাইছে ট্রাম তুলে দিয়ে কলকাতার রাস্তাকে আরও গতিময় করতে।


সরকারের পরিকল্পনা, সব রুট তুলে দিয়ে কেবল ইতিহাসের সাক্ষী ও শহরের ঐতিহ্য হিসাবে এসপ্ল্যানেড ও ময়দানের মধ্যে একটি রুটে কেবল ট্রাম চালানো। ঠিক যাত্রী পরিবহণ উদ্দেশ্য নয়, বরং পর্যটন আকর্ষণ হয়ে বাঁচবে ট্রাম।

ইট, কাঠ, পাথরের জঙ্গলের বুকে ছড়িয়ে থাকা সবুজের পরশ ময়দানকে তাই বেছে নেওয়া হয়েছে ট্রামের একমাত্র সচল রুট হিসাবে। যা শহরবাসীরও যদি মনে হয় তাঁরা চেনা ঘণ্টির আওয়াজে কাঠের চেয়ারে বসে নস্টালজিয়ায় ডুব দেবেন তাহলে তাঁরা এই ট্রামে চড়তে পারবেন। আবার নতুন প্রজন্মকেও কলকাতার একসময়ের অন্যতম গণ পরিবহণকে চেনাতে সাহায্য করবে এই একমাত্র রুটে থাকা ট্রাম।


ট্রাম কলকাতার রাস্তায় আর গণ পরিবহণ হিসাবে থাকবেনা, এটা অনেকেই কিন্তু মেনে নিতে পারছেন না। তাই নেটিজেনরা শোনার পর থেকেই নানা পোস্টের মধ্যে দিয়ে তাঁদের বিরক্তি, আপত্তি তুলে ধরছেন।

তবে ট্রাম এখনও যে বেঁচে আছে তেমনটাই বা কই! নতুন ট্রাম লাইন পাতা হলেও শহরে ট্রাম আর গতি পায়নি। কার্যত এখন উত্তর ও দক্ষিণ কলকাতার ১টি করে রুটে যে ট্রাম চলে সেটাই এবার বন্ধের বার্তা দিয়েছে সরকার।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button