Kolkata

রেশন দোকানে পাওয়া যেতে চলেছে নতুন স্লিপ, মুছে যাবে যাবতীয় ভুল বোঝাবুঝি

পশ্চিমবঙ্গের রেশন দোকানগুলিতে আগামী দিনে নতুন এক ভাগ দেখতে পাওয়া যাবে। সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী যুক্ত হবে একটি বিশেষ লোগো।

রেশন দোকানে নিয়মিত যাতায়াত হোক বা মাঝেমধ্যে, যাঁরা রেশন দোকান থেকে জিনিস সংগ্রহ করেন তাঁদের রেশনের পদ্ধতি সম্বন্ধে স্পষ্ট একটা ধারনা আছে। এখন তো রেশন দোকানে যা পাওয়া যায় তার স্পষ্ট বিভাজন থাকেনা।

আগামী দিনে কিন্তু একজন গ্রাহক কেন্দ্রের কাছ থেকে কি পাচ্ছেন আর রাজ্যের তরফ থেকে কি পাচ্ছেন তা স্পষ্ট করে দেওয়া হবে। এমনই জানাচ্ছে সংবাদ সংস্থা আইএএনএস।


পশ্চিমবঙ্গে তাই আগামী দিনে গ্রাহকরা যে স্লিপ পাবেন তাতেই পরিস্কার করে দেওয়া থাকবে তাঁদের প্রাপ্ত জিনিসপত্রের মধ্যে কতটা কেন্দ্রের থেকে পাওয়া এবং কতটা রাজ্যের কাছ থেকে পাওয়া।

এছাড়াও একটি নতুন লোগো যুক্ত হবে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস স্লিপে। সেখানে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা-র লোগো দেওয়া থাকবে। যা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও তা শুরু হতে চলেছে। যেখানে পিডিএস স্লিপে গ্রাহকরা কেন্দ্রের ও রাজ্যের দেওয়া ভাগ স্পষ্ট দেখতে পাবেন।


বর্তমান রাজ্যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম-এর আওতায় ৮.৮১ কোটি গ্রাহক রয়েছেন। এঁরা সকলেই এই নতুন পদ্ধতি আগামী দিনে দেখতে পেতে চলেছেন।

এতে মানুষের মধ্যে কোনও ভুল ধারনা থাকবেনা। কেন্দ্র কত দিচ্ছে আর রাজ্য কি দিচ্ছে তা নিয়ে কোনও ভুল বোঝাবুঝির জায়গাই আর থাকবেনা। তা পরিস্কার করে স্লিপেই দেখতে পেয়ে যাবেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button