Kolkata

নতুন বছরে নতুন আদি গঙ্গা, কলকাতার বুক চিরে গড়াবে নতুন জল

নতুন বছর নতুন কিছু বয়ে আনুক এটাই চান সকলে। কলকাতাবাসীর জন্য তেমনই এক নতুন কিছু বয়ে নিয়ে আসতে চলেছে আদি গঙ্গা।

আদি গঙ্গা নামটার মধ্যে যে নস্টালজিয়া এবং ভক্তিভাব জুড়ে আছে, আদি গঙ্গার সামনে গিয়ে দাঁড়ালে তা উধাও হয়ে যায় অনেকের। কার্যত এক পচা পঙ্কময় দুর্গন্ধে ভরা নালায় পরিণত হয়েছে কলকাতার ইতিহাসের অন্যতম এক চিহ্ন।

আদি গঙ্গা কতটা আদি তা সকলের জানা। এখান দিয়ে একসময় বিশাল নৌকা যেত। পণ্যপরিবহন হত জলপথে। স্রোত ছিল যথেষ্ট। গঙ্গার জোয়ারভাটা স্পষ্ট দেখা যেত আদি গঙ্গাতেও। গঙ্গার মেটে জলে এ যেন ছিল কলকাতার প্রাণ।


সেই আদি গঙ্গা অবহেলা এবং মানুষের সচেতনতার অভাবে আজ চেনা যায়না। নতুন বছরে অবশ্য ভোল বদল হতে চলেছে আদি গঙ্গার। কেন্দ্রীয় একটি প্রকল্প নমামি গঙ্গে। সেই প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণ মুক্ত করার কাজ হয়।

সেই নমামি গঙ্গে প্রকল্পের আওতায় এবার পড়ে গেল আদি গঙ্গাও। যেহেতু তা গঙ্গারই অংশ তাই তাকে গঙ্গা হিসাবেই দূষণ মুক্ত করে তুলতে আগামী জানুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে সংস্কারের কাজ। যেখানে আদি গঙ্গার নাব্যতা বৃদ্ধিতে ড্রেজিং করা হবে।


পাঁক, আবর্জনা সব সাফ করে টলটলে গঙ্গাজল বইবে আদি গঙ্গা দিয়ে। ১৫.৫ কিলোমিটার জুড়ে এই ড্রেজিংয়ের কাজ হবে। এছাড়া আদি গঙ্গার ২ ধার ধরে ৩১ কিলোমিটার ঘিরে ফেলা হবে স্টিলের জালে। যাতে কেউ ওই জলে কোনও আবর্জনা ফেলতে না পারেন।

সংস্কার হবে আদি গঙ্গার উপর সেতুগুলির। এছাড়া আদি গঙ্গার জলে মেশা নর্দমার জলকে পরিচ্ছন্ন করার কাজ হবে ৩ জায়গায়। ২৩টি নতুন পাম্পিং স্টেশন তৈরি করা হবে। এতে আদি গঙ্গার ২ ধারে বৃষ্টিতে জল জমে যাওয়ার সমস্যা অনেকটাই মিটবে। এছাড়া লকগেটও বানানো হবে আদি গঙ্গার ওপর।

এই পুরো প্রকল্পের জন্য ৭৫৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে নমামি গঙ্গে প্রকল্পের আওতায়। ৩ বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে বলে সময়সীমা ধার্য হয়েছে। এদিকে আদি গঙ্গার সংস্কারে পিছিয়ে থাকবেনা রাজ্যসরকারও। আদি গঙ্গার ২ ধারকে সুন্দর করে সাজিয়ে তোলার কাজ করবে রাজ্যসরকার।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button