Kolkata

হলুদ ট্যাক্সির বড় অংশই আর দেখা যাবেনা রাস্তায়, কবে থেকে তাও পরিস্কার

কলকাতা শহরের বিখ্যাত হলুদ ট্যাক্সি শহরের চালচিত্রের সঙ্গে জুড়ে গিয়েছে। এই হলুদ ট্যাক্সির অধিকাংশই আর রাস্তায় দেখা যাবেনা। কবে থেকে যাবেনা তাও পরিস্কার হল।

কলকাতার ট্যাক্সি মানচিত্রে হলুদ ট্যাক্সির একটা আলাদা জায়গা রয়েছে। যতই অ্যাপ ক্যাব রাস্তা দখল করুক না কেন, হলুদ ট্যাক্সি কিন্তু আজও মানুষের কাছে শহরের ট্যাক্সির কথা মনে করায়। মিটার দেওয়া সেই হলুদ ট্যাক্সির দিন ক্রমশ ফুরিয়ে আসছে।

শহরের রাস্তা থেকে ৬৫ শতাংশ হলুদ ট্যাক্সিই উধাও হয়ে যেতে আর হাতেগোনা কিছু দিন বাকি। আগামী মার্চ মাসের মধ্যেই রাস্তায় ঘোরা হলুদ ট্যাক্সির ৬৫ শতাংশ গাড়িকে আর দেখা যাবেনা।


রাজ্য পরিবহণ দফতরের দূষণ নিয়ম অনুযায়ী কোনও গাড়ি ১৫ বছরের পুরনো হলে তা আর রাস্তায় চালানো যাবেনা। সেই নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে হলুদ ট্যাক্সির বড় অংশই বেপাত্তা হবে রাস্তা থেকে।

এখন এ রাজ্যে ৭ হাজারের মত হলুদ ট্যাক্সি রাস্তায় রয়েছে। তারমধ্যে সাড়ে ৪ হাজার ট্যাক্সিই উধাও হয়ে যাবে আগামী মার্চের পর। ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হলুদ ট্যাক্সি তো বদলে নিয়ে নতুন মডেল নিলেই হল!


সেটা কিন্তু হচ্ছেনা। কারণ এগুলি সবই অ্যাম্বাসেডর। হিন্দুস্তান মোটরস এই গাড়ি তৈরি করত। তৈরি হত হুগলির হিন্দমোটর-এ। কিন্তু এই গাড়ির উৎপাদন অনেকদিন হল বন্ধ হয়ে গেছে।

ফলে হলুদ ট্যাক্সি পুরনো বলে তা ফিরিয়ে নতুন গাড়ি নেওয়ারও আর উপায় নেই। তাই যা পরিস্থিতি তাতে হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তায় দেখা আগামী মার্চের পর দুষ্কর হতে চলেছে। যা থাকবে তাও সময় পার করলে ক্রমশ হারিয়ে যাবে রাজপথ থেকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button