Kolkata

আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়ে গেল

আরজি কর কাণ্ডে গত শনিবারই অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। বাকি ছিল শাস্তি প্রদান। সেটা সোমবার হয়ে গেল।

আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সিবিআইয়ের তরফে প্রাণদণ্ডের সাজা চাওয়া হয়েছিল। পাল্টা সঞ্জয়ের আইনজীবী এদিন আদালতের কাছে অনুরোধ করেন প্রাণদণ্ড না দিয়ে বিচারক আর যে সাজা সঠিক মনে করবেন দিতে পারেন।

তখনই সাজা ঘোষণা না করে বিকেল পৌনে ৩টেয় সাজা ঘোষণার কথা জানান বিচারক। পৌনে ৩টেয় ফের আদালত বসে। সেখানেই বিচারক সাজা ঘোষণা করেন। সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। এজলাসে সঞ্জয় রায়কে তার সাজার কথা জানিয়ে দেন বিচারক।


আরজি কর কাণ্ডে পরলোকগত তরুণী চিকিৎসকের নির্মম পরিণতির জন্য ধৃত সঞ্জয় রায়কে গত শনিবারই দোষী সাব্যস্ত করেছে আদালত। বাকি ছিল সাজা ঘোষণা। সেটা সোমবার হয়ে গেল।

শিয়ালদহ আদালতে এই রায় ঘোষণা হয়। সঞ্জয়ের আইনজীবী সঞ্জয়ের জন্য মৃত্যুদণ্ড বাদে অন্য কোনও সাজা ঘোষণার অনুরোধ করেন আদালতের কাছে।


অন্যদিকে সঞ্জয় রায় এদিনও আদালতে বারবার দাবি করতে থাকে সে নির্দোষ। এই ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে। তাকে দিয়ে যেখানে ইচ্ছে সই করিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করে সঞ্জয়।

সিবিআই আদালতে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে ব্যাখ্যা করে। সর্বোচ্চ সাজা ঘোষণার আর্জিও জানানো হয় সিবিআইয়ের পক্ষ থেকে। প্রাণদণ্ডই সর্বোচ্চ সাজা। তবে বিচারক প্রাণদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান এদিন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button