
তাঁদের ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠনের দাবি করে আবেশের পরিবার। সেই দাবিকে মান্যতা দিয়েই ডিসি ডিডি-২-এর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠন করল কলকাতা পুলিশ। সোমবার সন্ধ্যায় ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ তদন্তকারী দল সানি পার্কে যায়। আবেশের মায়ের দাবি তাঁর ছেলেকে খুন করা হয়েছে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে। বালিগঞ্জে মৃত কিশোর আবেশ দাশগুপ্তর মা রিমঝিম দাশগুপ্তকে এদিন লালাবাজারে ডেকে পাঠান হয়। সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। পরে আবেশের মা বলেন, নগরপাল নিজে তাঁর সঙ্গে কথা বলেছেন। আশ্বস্ত করেছেন আবেশের মৃত্যু রহস্য খুঁজে বার করবেন তাঁরা। তাঁদের কোথাও যাওয়ার দরকার নেই। কলকাতা পুলিশই এই রহস্যভেদ করবে। তবে প্রথমে আবেশের মৃত্যুকে খুন বলে মনে হলেও এখন কলকাতা পুলিশ দুর্ঘটনার তত্ত্বেই বেশি জোর দিচ্ছে। তাঁদের ধারণা দেহ ভাল করে পরীক্ষা করে তাঁদের যা মনে হয়েছে তাতে দুর্ঘটনার সম্ভাবনাই জোড়াল হচ্ছে।