
বিরাটিতে ১ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার কবিতা মুখোপাধ্যায় নামে ওই গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ডাকাতিতে বাধা দিতে গিয়েই আক্রান্ত হতে হয় কবিতাদেবীকে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘরের সব জিনিস লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পায় পুলিশ। অবস্থা দেখে ডাকাতি হলেই মনে হয়েছে। তবে ডাকাতিতেই বাধা দিতে গিয়ে কবিতাদেবীকে প্রাণ দিতে হল, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তার খুঁজে দেখতে তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।